ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত
ভারত আগামী সপ্তাহেই আমেরিকার কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১শে জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীর আক্রমণ ও গোয়েন্দা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে আমেরিকা থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের প্রথম চালান আসছে ২১শে জুলাই। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এই হেলিকপ্টারগুলো পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে।
‘ট্যাংক ইন দ্য এয়ার বা আকাশের ট্যাংক’—নামে পরিচিত এই এএইচ-৬৪ই অ্যাডভান্সড অ্যাটাক হেলিকপ্টারগুলো ভারতীয় বিমানবাহিনীর হিন্দন এয়ারফোর্স ঘাঁটিতে আসবে। আজ বুধবার (১৬ই জুলাই) থেকে প্রায় ১৫ মাস আগে রাজস্থানের যোধপুরে ভারতীয় সেনাবাহিনী তাদের প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন গঠন করে।
তবে সরবরাহ শৃঙ্খলে সমস্যা ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে হেলিকপ্টার মোতায়েন পিছিয়েছে। ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনীর দুটি অ্যাপাচি স্কোয়াড্রন পাঠানকোট ও জোরহাটে মোতায়েন আছে।
খবরটি শেয়ার করুন