শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

বিপিএলে ফিক্সিং, অভিযুক্তদের বিচার হবে ট্রাইব্যুনালে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিসিবি আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ না করলেও এটা সবারই জানা যে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগেই আসন্ন বিপিএলের নিলামে রাখা হয়নি বিতর্কিত ৯ ক্রিকেটারের নাম। গতকাল বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনেও উচ্চারণ করা হয়নি ওই ক্রিকেটারদের নাম।

তবে মার্শাল ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ ও ২৬শে ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের বিপিএলকে সুরক্ষিত রাখতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিতই জানিয়েছেন। মার্শাল বলেছেন, বিপিএলকে ফিক্সিং থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যেই কিছু খেলোয়াড় ও কর্মকর্তাকে এবার টুর্নামেন্টে রাখা হচ্ছে না।

বাদ পড়া খেলোয়াড়েরা আগেই দাবি তুলেছেন, প্রমাণ ছাড়াই নাকি তাদের বিপিএলের নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে বিসিবির আইনজীবী মাহিন সরকার বলেছেন, ‘নিশ্চয়ই (প্রমাণ আছে)। না হলে উনি (অ্যালেক্স মার্শাল) কেন এটা সুপারিশ করবেন?’

বিপিএলের সর্বশেষ আসরে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তাদের দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের ভিত্তিতে অ্যালেক্স মার্শালের করা অধিকতর তদন্তের পর বিপিএল গভর্নিং কাউন্সিল এবারের টুর্নামেন্ট থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মার্শালের কথা থেকে পরিষ্কার—ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে ট্রাইব্যুনালে। তিনি বলেন, ‘হয়তো আমরা মোবাইল নেব পরীক্ষা করার জন্য, প্রমাণ খুঁজব। আর্থিক লেনদেন দেখব। কয়েক মাস পর যখন পুরো কেসটা তৈরি হবে, তখন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে, অভিযুক্ত অপরাধী নাকি অপরাধী নয়। যদি তারা অপরাধী প্রমাণিত হয়, তাহলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হবে।’

বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিপিএল ছাড়া অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তাদের খেলতে বাধা নেই। কিন্তু কেউ যদি অভিযুক্ত হন, তাহলে তাকে কেন সব টুর্নামেন্টেই নিষিদ্ধ করা হবে না, এমন প্রশ্ন ওঠেই। এ ব্যাপারে বিসিবির আইনজীবীর ব্যাখ্যা, ‘এ মুহূর্তে ওনার (অ্যালেক্স মার্শালের) কাজের পরিধি শুধু বিপিএলেই সীমাবদ্ধ। এখানে যা কিছু আসবে বা পরামর্শ দেওয়া হবে, সেটা এ–সংক্রান্তই।’

শুধু খেলোয়াড় নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন কর্মকর্তাকেও এবারের বিপিএলের বাইরে রাখছে গভর্নিং কাউন্সিল। অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, অভিযোগ পেলে যে কারও বিরুদ্ধেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘যদি এমন (অভিযুক্ত) কেউ থাকে যার অংশ নেওয়াটা ঠিক হবে না, তাহলে তারা অংশ নিতে পারবে না। কিন্তু তদন্ত চলমান বলে এ ব্যপারে কথা বলার সময় আমাকে সতর্ক থাকতে হচ্ছে।’

ফিক্সিংয়ের বিরুদ্ধে বাংলাদেশে কঠোর কোনো আইন নেই। তবে খেলাধুলায় জুয়া ও ফিক্সিং ঠেকাতে এ–সংক্রান্ত আইন প্রণয়নের সুপারিশ করেছে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে বিসিবির আইনজীবী বলেন, ‘এটা নিয়ে বিভিন্ন এজেন্সি ও বিভিন্ন নীতিনির্ধারণী সংস্থার সঙ্গে আমাদের কথা হচ্ছে। খেলাধুলায় ফিক্সিং ও এ–সংক্রান্ত দুর্নীতিকে যেন অপরাধ হিসেবে দেখা হয়, আমরা এ রকম একটি আইন প্রণয়নের সুপারিশ করব।’

জে.এস/

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250