বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

মঙ্গলে দেখা মিলল আজব পাথরের!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফের লাল গ্রহে নতুন কিছু দেখতে পেলেন বিজ্ঞানীরা। চমক দিয়েছে এক ধরনের পাথর। যা দেখে তা পরীক্ষা করার পিছনে যথেষ্ট সময় দিচ্ছেন বিজ্ঞানীরা। কারণও রয়েছে।

মঙ্গলগ্রহে ঘুরছে নাসার যান পারসিভিয়ারেন্স। যা পৌঁছয় নেরেতভা উপত্যকা নামে একটি জায়গায়। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই উপত্যকার পথ ধরেই নদীর জল পৌঁছত জেজেরো ক্রেটারে। এখানে যে পাথর পাওয়া যায় তা নদীর স্রোতের সঙ্গে ভেসেই এই নেরেতভা উপত্যকায় পৌঁছেছিল।

এখানেই একটি পাহাড় রয়েছে। ওয়াশবার্ন নামে ওই পাহাড়ের কাছে নাসার যানের ক্যামেরা এমন কিছু পাথরের দেখা পেয়েছে যা বিজ্ঞানীদের অবাক করেছে। পাথরগুলি মঙ্গলগ্রহে সাধারণভাবে দেখতে পাওয়া পাথরের মত নয়। তা অনেকটাই হালকা রংয়ের।

পাথরের মধ্যে অন্য অনেক রংয়ের ছিটে রয়েছে। রয়েছে নানা রংয়ের দাগও। এখানে অনেক উজ্জ্বল বোল্ডারের দেখা মিলেছে ক্যামেরায়। যার গায়ে ছোট ছোট কালো ছোপ রয়েছে।

আরো পড়ুন : কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ বলে দেবে এআই

বিজ্ঞানীরা এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলি নিয়ে এখন আরও পরীক্ষার পথে হাঁটছেন। কারণ তারা মনে করছেন নদীর স্রোতের সঙ্গে এই পাথরগুলি অনেক কিলোমিটার পথ ভেসে এসেছে এখানে।

এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলির সঙ্গে নেরেতভা উপত্যকার সম্পর্ক খুঁজতে এখন উঠে পড়ে লেগেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে জল থাকা নিয়ে এখন অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। সেখানে নদীও ছিল এমনটাও মনে করছেন বিজ্ঞানীরা।

সেই নদী যে পাথর ভাসিয়ে আনত, তার মধ্যে কিছু পাথরের রং এমন হালকা উজ্জ্বল কেন, তাতে কি থাকতে পারে এবং তারা হালকা ওজনের কেন, সবই পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের এই অবাক করা উজ্জ্বল পাথরগুলিকে বিজ্ঞানীরা ডাকছেন উজ্জ্বল পরী নামে।

এস/ আই.কে.জে/

নাসা বিজ্ঞানী মঙ্গলগ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250