সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে আলু-পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও পেঁয়াজের দাম। দেশি আলু প্রকারভেদে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা কমে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে কাঁচামরিচের দামও অনেকটাই কমেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা সংকটের কারণে কমেছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা এক ক্রেতা  বলেন, গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে হিলির বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। তবে ডিম, মসলাজাতীয় পণ্য এবং চাল ও তেলের দাম বেশি। সেই সঙ্গে চিনি, ছোলার দামও চড়া। সামনে রমজান মাস, সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংসহ জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাব।

হিলি বাজারের এক পেঁয়াজ বিক্রেতা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমণ খবরে মোকামগুলোতে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিল ৭৫ টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম কমলেও ক্রেতা অনেকটাই কমে গেছে। সামনে রমজান মাস, সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে দেশি এবং ভারতীয় পেঁয়াজের দাম আরও কমে যাবে।

অন্যদিকে হিলি বাজারে এক কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, একদিনের ব্যবধানে হিলিতে কাঁচামরিচের দাম অনেকটাই কমে গেছে। গতকাল কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে মাত্র ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

ওআ/

আলু পেঁয়াজ

খবরটি শেয়ার করুন