বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পিডিএফের সহায়তায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পৌঁছাচ্ছে পরীক্ষাকেন্দ্রে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ নানা সহায়তা এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) টিমের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল থেকেই ভর্তি পরীক্ষা দিতে আসা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার ও স্কুটির মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতে দেখা যায় পিডিএফের সদস্যদের।

পরীক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয়ের ড. মো. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে হেল্প ক্যাম্প বসান পিডিএফ টিমের কর্মীরা। সংগঠনের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতা করছেন।

পরীক্ষার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ারে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে পোঁছে দিচ্ছেন তারা এবং পরীক্ষা শেষে নির্দিষ্ট জায়গায় রেখে আসছেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি, অভিভাবকদের বসার ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণসহ নানা সহযোগিতা দিচ্ছে সংগঠনটি।

আরো পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৫ মার্চ

ভর্তি পরীক্ষা দিতে আসা রহমান নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আমি কখনো ভাবিনি আমাদের অধিকার নিয়ে কাজ করে এমন কোনো সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে। পিডিএফের সদস্যরা আমাকে আমার কেন্দ্রে পৌঁছে দিয়েছেন এবং পরীক্ষা শেষে নির্দিষ্ট স্থানে রেখে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পিডিএফের সাধারণ সম্পাদক জসিম গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের মতো এবারও পিডিএফ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের রিসিভ করে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিচ্ছি আমরা। প্রতিটি কেন্দ্রের সামনে আমাদের ভলান্টিয়াররা রয়েছেন। এছাড়া অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করছি আমরা। শিক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে দেওয়া, অভিভাবকদের বসার ব্যবস্থা করাসহ নানা কাজ করছেন পিডিএফ সদস্যরা।

পিডিএফ সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও তাদের অধিকার নিয়ে কাজ করে। ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এইচআ/ 

পিডিএফ সহায়তা রাবি প্রতিবন্ধী শিক্ষার্থী

খবরটি শেয়ার করুন