শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণসামগ্রী পাঠালো বিসিবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৃষ্টি ও উজানের পানিতে ঘরবন্দি কয়েক লাখ মানুষ। বন্যায় ঘর-বাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে দিন-রাত পার করতে হচ্ছে সাধারণ মানুষদের। 

এমন দুর্যোগে বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণসামগ্রী পাঠালো বিসিবি।

সোমবার (২৬শে আগস্ট) বন্যা উপদ্রুত অঞ্চলের জন্য ৩ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ ১ কোটি টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া বন্যার্তদের সহায়তায় আগে থেকেই সরব ছিলেন ক্রিকেটাররা। বেশিরভাগ ক্রিকেটাররাও দাঁড়িয়েছেন বন্যাদুর্গতদের পাশে।

শুধু তাই নয় রোববার (২৫শে আগস্ট) পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ১০ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখা ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাসও তাদের পুরস্কারের অর্থ দিয়ে দিচ্ছেন বন্যাদুর্গতদের সহায়তা তহবিলে।

আরো পড়ুন : ফাতিমা সানার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে পাকিস্তান

টেস্টটিতে বড় শতক করে ইতিহাস গড়া এ জয়ে অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জেতেন মুশফিক। ম্যাচসেরার পুরস্কার হাতে তিনি বাংলাদেশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তার প্রাইজমানি দান করে দেন তিনি।

মুশফিকের মতো পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দিলেন লিটনও। এর আগে ম্যাচের এনার্জেটিক প্লেয়ারের পুরস্কার জেতেন লিটন। ম্যাচের প্রথম ইনিংসে অর্ধশতক করার পাশাপাশি উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন তিনি। চারটি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিং করেন তিনি। ফলে জেতেন ম্যাচের এনার্জেটিক ব্যাটারের পুরস্কার।

পুরস্কার হাতে লিটন গণমাধ্যমকে বলেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।’

উল্লেখ্য, দেশের ১১ জেলা বন্যা আক্রান্ত হয়েছে। জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। 

এস/কেবি

বিসিবি

খবরটি শেয়ার করুন