বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রেমিকাকে উপহার দিতে চুরি করলেন ব্যাংক কর্মকর্তা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

প্রতীকী ছবি

প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি করেছেন একজন ব্যাংক কর্মকর্তা। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 

ভারতীয় পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (৬ই জুন) বলা হয়েছে, প্রেমিকাকে উপহার দিতে এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য অভিযুক্ত চুরি করেছেন। চুরির এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। চেন্নাইয়ের টি. নগরে সারাভানা এলিট স্টোরের কর্মীরা সারাদিনের বিক্রি শেষে রাতে যখন হিসাব মেলাতে বসেন তখন দেখতে পান দুইটি সোনার রিং খুঁজে পাওয়া যাচ্ছে না। 

সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান একজন গ্রাহক সোনার রিং নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর তারা মামবালাম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন: চুরি করতে গিয়ে এসির আরামে ঘুম, ডেকে তুলল পুলিশ!

পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে এরপর তল্লাশিতে নামে। অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে একই দোকানের অন্য শাখায় চুরির চেষ্টা চালায়। সেইসময় শোরুমের একজন স্টাফ তাকে ধরে ফেলে এবং মামবালাম পুলিশের কাছে হস্তান্তর করে। 

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম সতিশ কুমার (২৬), তিনি এমসিএ স্নাতক এবং শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। পুলিশ জানায়, অভিযুক্ত স্বীকার করেছে তিনি ওই দোকান থেকে চুরি করেছেন এরপর পাল্লাভারামে তা বিক্রি করেন। 

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও জানান, তিনি প্রতিমাসে ৩০ হাজার রুপি বেতন পান কিন্তু এই অর্থে গার্লফ্রেন্ডসহ তার বিলাসী জীবন কাটানোর জন্য যথেষ্ট নয়। অভিযুক্ত পুলিশকে বলেছেন, তিনি এখন পর্যন্ত চারটি জুয়েলারি দোকান থেকে চুরি করেছেন, দোকানে যখন ভিড় থাকে তখনই তিনি চুরি করেন।   

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

এইচআ/ আই.কে.জে


প্রেমিকা চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন