সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ভিডিও ভাইরাল

৫ টাকায় মহাসড়কের ডিভাইডার পার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে উঁচু ডিভাইডার। এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার উপায়ও নেই। ওভারব্রিজও দূরে। তবে উঁচু ডিভাইডার বেয়ে মহাসড়ক পার হতে ভিন্ন পন্থা নিয়ে এলেন এক যুবক। টাকার বিনিময়ে দুই পাশে মই দিয়ে পথচারীদের ডিভাইডার পার করে দিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (১৭ই মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদফতর অফিসের সামনে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সড়ক ডিভাইডারের পাশে হেলান দিয়ে মই রাখা হয়েছে। সেই মই বেয়ে নেমে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। এর বিনিময়ে টাকা নিচ্ছেন এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ টাকার বিনিময়ে এভাবে মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করছেন ওই যুবক। তবে তাকে নিয়মিত সেখানে দেখা যায় না।

খোঁজ নিয়ে জানা গেছে, শিমরাইল মোড়ে যানজট নিরশনে দূরপাল্লার যানবাহনগুলো নির্দিষ্ট স্থান ছাড়া যেন থামতে না পারে, সেজন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উদ্যোগ নেয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে মাদানীনগর ফুটওভার ব্রিজ পর্যন্ত সড়কে ৫ ফুট উঁচু তিনটি সড়ক বিভাজন দিয়ে দেওয়া হয়।

সড়কের এটুকু অংশে কোথাও কোনো ফাঁকা রাখা হয়নি। ডিভাইডার দেওয়াতে দুটি লেনে দূরপাল্লার যানবাহন আর আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য দুটি লেন রাখা হয়। আগে দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যেতে যাত্রীদের জন্য সওজ কার্যালয় ও প্রিয়ম টাওয়ারের সামনে সড়ক বিভাজনে ফাঁকা রাখা ছিল। গত দুই মাস আগে ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা বাস থেকে নেমে এত উঁচু সড়ক বিভাজন পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসচালকরা সময় বাঁচাতে সড়কের মাঝখানে বিভাজনের ভিতরে যাত্রীদের নামিয়ে দেওয়ায় গত দুই মাস ধরেই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন যাত্রীরা। এ সুযোগ কাজে লাগিয়ে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক বিভাজকের দুই পাশে মই দিয়ে টাকা নিয়ে যাত্রীদের পার করছেন।

আরও পড়ুন: আধাকেজি স্বর্ণগুঁড়োসহ যাত্রী আটক

এদিকে মই দিয়ে সড়ক পারাপারের ভিডিও ভাইরাল হওয়ার পর টনক নড়ে হাইওয়ে পুলিশের। অসাধু শ্রমিকদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে মই নিয়ে চলে যায় তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কারা মই লাগিয়ে যাত্রী পার করে টাকা নিচ্ছে আমরা তা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, পূর্বেও সড়ক বিভাজনে মই লাগিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। আমরা জানতে পেরে আনসার দিয়ে মই জব্দ করি। এ নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। কেউ যেন মই লাগিয়ে এভাবে লোকজনকে পার করতে না পারে এজন্য পুলিশ ও আমাদের লোকজন সতর্ক রয়েছে।

এসকে/ 

ভিডিও ভাইরাল মহাসড়কের ডিভাইডার পার ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন