বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে অংবাচিং মারমা প্রকাশ বামং (৪৬) নামের এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৩ই জুন) রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার বড়খোলা পাড়ার ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিতালী মারমা আসামি অংবাচিং মারমা প্রকাশ বামং’র বাসায় প্রাইভেট পড়তে যায়। অতিরিক্ত পড়ানোর কথা বলে তার সঙ্গে পড়তে যাওয়া অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে মিতালীকে রেখে দেন অংবাচিং মারমা। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে মিতালিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। মিতালী ভয় পেয়ে চিৎকার শুরু করলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে ভুক্তভোগী বাড়ি না ফেরায় তার বাবা খোঁজে বের হন। তখন আসামি পড়া শেষ করে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মিতালীকেও ছুটি দেন বলে জানান। আসামির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মিতালীর বাবা স্থানীয়দের নিয়ে লুকিয়ে আসামির বাড়ি পাহারা দিতে থাকেন। পরের দিন ৩রা ফেব্রুয়ারি ভোরে আসামি মিতালীর বস্তাবন্দি মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির বাইরে আনলে বস্তাসহ স্থানীয়রা তাকে আটক করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

আরো পড়ুন: রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মিতালী চাকমার বাবা সাথুই অং মারমা গণমাধ্যমকে বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার বিচার আমি পেয়েছি। আমি এই রায়ে সন্তুষ্ট। আর কোনো মা-বাবার বুক যাতে এভাবে খালি না হয়।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের ফলে সমাজে শিশুদের প্রতি অন্যায় ও অবিচারের প্রবণতা কমে আসবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ বলেন, আসামিপক্ষের আইনজীবী হিসেবে আমার এই রায়ের বিপক্ষে থাকার কথা। কিন্তু যেহেতু এটি একটি জঘন্যতম অপরাধ, তাই আমি মনে করি এই রায়ের ফলে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাল। আসামির পরিবারের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

এইচআ/ 

ধর্ষণ মৃত্যুদণ্ড

খবরটি শেয়ার করুন