ছবি: সংগৃহীত
মোরগের কণ্ঠে শোনা যাচ্ছে ‘আল্লাহর’ নাম। বিষয়টি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও পরে সবাই শুনে অবাক হয়েছেন। যা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‘আল্লাহর’ নাম ধরে ডাকা মোরগটিকে দেখতে ভিড় করছেন অনেকেই। যার একটি ভিডিও কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
মোরগের ‘আল্লাহ’ ডাকার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ২৩নং ওয়ার্ডের কবরস্থান এলাকার আনিসুজ্জামান আনিসের বাড়িতে। অন্যান্য মোরগ-মুরগির ডাক স্বাভাবিক থাকলেও এই মোরগটির কণ্ঠস্বর অন্যরকম। ঠিক মানুষের মতোই মোরগটি উচ্চৈঃস্বরে ‘আল্লাহ আল্লাহ’ করে ডাকছে! বিস্মিত পরিবারের দাবি, এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরত।
জানা গেছে, দেশি ওই মোরগটি খাওয়ার জন্য কিনেছিলেন আনিসুজ্জামান আনিস নামের এক ব্যক্তি। রান্নার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে মোরগটি জবাইয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। ঠিক তখনই মোরগের কণ্ঠে আকস্মিক শোনা যায় ‘আল্লাহ, আল্লাহ’ ডাক। মোরগের জিকির করা দেখে অবাক হন মোরগের মালিক আনিস ও তার স্ত্রী।
ওআ/
খবরটি শেয়ার করুন