শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক আরো জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপাল দু’দেশের মধ্যে পর্যটন সম্পর্ক আরও বেশি জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার (২০শে জুন) সন্ধ্যায় নেপাল-বাংলাদেশ পর্যটন সম্মেলনে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। খবর বাসসের।

ঢাকায় নিযুক্ত নেপালী দূতাবাস এবং নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি) যৌথভাবে ‘প্রতিবেশী নেপাল: জীবনব্যাপী অভিজ্ঞতার ভূমি’ শিরোনামে সম্মেলনের আয়োজন করে। উভয় দেশের পর্যটন খাতগুলোতে আরো সহযোগিতার জন্য উভয় দেশের অংশীজনদের এ আয়োজনে যুক্ত করা হয়।

ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, বিশেষ করে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিভিন্ন স্থান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের কাছে নেপালের দর্শনীয় স্থানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে

রাষ্ট্রদূত উভয় দেশের পর্যটন ও ভ্রমণ উদ্যোক্তাদের আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং পর্যটনের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রবৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।

এ ছাড়া নেপাল ট্যুরিজম বোর্ড পরিচালক রোহিনী প্রসাদ খানাল বলেন, ‘বাংলাদেশিদের কেবল ভ্রমণে আসার জন্যই বলছি না, বরং নেপালের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি; যেন বাড়ি ফিরে আসার পরেও আপনাদের ভুলে না যাওয়ার মতো কিছু গল্প থেকে যায়।’ এ সময় তিনি সে দেশে ট্রেকিং, পর্বতারোহণ, প্যারাগ্লাইডিং এবং আধ্যাত্মিক বিষয়াদি ও চিকিৎসা সুবিধা নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি।

নেপালী দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সিলওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা আরো গভীর করার ব্যাপারে নেপালের দৃঢ় ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে এই আয়োজন।

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মনিরুজ্জামান আঞ্চলিক সম্পর্ক বাড়াতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়া সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ ট্রাভেল এজেন্ট সংস্থার (এটিএবি) প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ এবং এশিয়ার ট্যুরিজম ফেয়ারের চেয়্যারম্যান মহিউদ্দিন হেলাল।

গতকাল আনুষ্ঠানিক আয়োজনের আগে ব্যবসায়িক সহযোগিতা সহজ করার জন্য উভয় দেশের ভ্রমণ অপারেটরদের মধ্যে বি টু বি (ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের) এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। নেপালের প্রতিনিধিদলের মধ্যে এনটিবি কর্মকর্তারা এবং ১৩টি ভ্রমণ সংস্থার প্রতিনিধি ছিলেন।

আরএইচ/

পর্যটন শিল্প বাংলাদেশী পর্যটক বাংলাদেশ-নেপাল বাংলাদেশে নিযক্ত নেপালের রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন