ছবি: সংগৃহীত
অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে পা দিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী শিক্ষার্থী সিয়াম। হাত না থাকলেও অন্যের সাহায্য ছাড়াই পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মনের অদম্য শক্তিতে শারীরিক সীমাবদ্ধতাকে পিছনে ফেলে স্কুল কর্তৃপক্ষের সহযোগীতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিনমজুর পরিবারের সন্তান সিয়াম মিয়া।
সিয়াম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নাহ মিয়া-জোসনা বেগমের ছেলে। জিন্নাহ-জোসনা দম্পতির তিন সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকেই তার দুটি হাত না থাকলেও হাল ছাড়েনি পড়াশোনা ও খেলাধুলায়। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো ফল লাভ করে। এর পর জেএসসি অংশ নিয়ে পরীক্ষাতেও ভালো ফলাফল লাভ করে সিয়াম।
বর্তমানে চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে হরখালী মুজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
ছোটবেলায় ভাইবোনের সঙ্গে স্কুলে গিয়ে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ জাগে সিয়ামের। বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে ঘষামাজা করতে করতে লেখার অভ্যাসটা শুরু হয়। পরবর্তীতে অভ্যাসের সঙ্গে বাঁ পা দিয়ে লেখার ধারাবাহিকতা শুরু হয়। এছাড়া হাত নেই বলে তার কোনো কাজই থেমে থাকেনি।তবে সমস্যায় পড়তে হয় বসবাসে ও পয়নিষ্কাশনে। সরকারি সহযোগীতায় ৫ হাজারা টাকা পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পাকা বাথরুম ও ঘরের আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি এখনো।
সিয়ামের সহপাঠীরা জানান, ক্রিকেট খেলা, সাতাঁর, মোবাইল ফোন চালানো, টিউবয়েল চেপে পানি ভরা থেকে শুরু করে খাওয়া-দাওয়ার মতো সব কাজ সে পা দিয়ে করে।
বিদ্যালয়ের সহযোগীতায় লেখাপড়া চালিয়ে যেতে পারায় খুশি মা জোসনা বেগম। তিনি বলেন, দারিদ্রের তাড়নায় কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
জীবনে আরও ভালো কিছু করবে বলে মনে করেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থাকা কর্মকর্তা জানান, ইচ্ছা শক্তি নিয়ে সিয়াম এসএসসি পরীক্ষা দিচ্ছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।
সিয়ামের মনে বিন্দুমাত্র নেই কোনো হতাশা। লেখা পড়া করে সরকারি ভালো চাকরি করতে চায় সিয়াম। অভাবের সংসারের ধরতে চায় হাল। আর শিক্ষকদের প্রত্যাশা সিয়ামের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে প্রশাসন।