শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

ফাঁকা হচ্ছে ঢাকা, বাড়ির পথে ছুটছে মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছাড়ছেন লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস থেকেই সড়কে বেড়েছে যাত্রীর চাপ। সময় বাড়ার সঙ্গে বাস কাউন্টারে ভিড় বেড়েছে কয়েকগুণ। সেই সঙ্গে যাত্রীদের চাপ সামাল দিতে বেড়েছে গণপরিবহণের সংখ্যা। এতেই সড়ক-মহাসড়কের বিভিন্ন অংশে কমেছে গাড়ির গতি।

শুক্রবারও এই চাপ অব্যাহত থাকতে দেখা গেছে। এদিন ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত গাড়ির কারণে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সাতটি বুথে টোল পরিশোধের পরও যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার। যদিও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে চাপ আছে, যানজট নেই। স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে।’

আরো পড়ুন: নিরাপদে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে পুলিশ যেসব পরামর্শ দিল

এদিকে শুক্রবার ভোর থেকেই সাভার, গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো যাত্রীদের। ভোরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পুংলী এলাকায় পণ্যবাহী ট্রাক উল্টে মহাসড়কের ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। বিকালে পোশাক কারখানা ছুটি হলে যানজট আরও তীব্র হওয়ার খবর পাওয়া যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করলে প্রায় ২০ কিলোমিটার অংশে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়। তবে আগের মতো ভিড় ছিল না সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীরা ভোগান্তিহীনভাবেই ঈদযাত্রায় শামিল হয়েছে।

অন্যদিকে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। মহাখালীতে বাসের টিকিট সংকটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গাবতলী কাউন্টারে আগের চিরচেনা সেই রূপ না থাকলেও বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়া ঈদযাত্রার প্রথম দুইদিন ১ থেকে দুই ঘণ্টা বিলম্বসূচিতে ট্রেন ছাড়লেও শুক্রবার তা ৫-১০ মিনিটে নেমে এসেছে । তবে আজ শনিবারও যাত্রীরা স্বস্তি নিয়েই যে যার যার গন্তব্যমুখী ট্রেনযাত্রা করতে পারছেন।

এসি/ আই.কে.জে/


ঢাকা মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন