ছবি: সংগৃহীত
বেতন-ভাতা পরিশোধ ও সালমান এফ রহমানের সাবেক এমডি মইন উদ্দিন মজুমদারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৫ই আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত হেড অফিসের প্রধান ফটকের সামনে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেছে কয়েকশো শ্রমিক-কর্মচারী।
এসময় শ্রমিক কর্মচারীরা অবিলম্বে ‘বেতন-ভাতা দিতে হবে দিয়ে দাও, বকেয়া বেতন দিতে হবে দিয়ে দাও এবং সালমান এফ রহমানের দোসর সাবেক এমডি মইন উদ্দিন মজুমদারের বিচার চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
সাধারণ শ্রমিক কর্মচারীরা অভিযোগ করে বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কয়েকদিন ধরে গণঅবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে যাচ্ছি। এতে সাবেক এমডি মইন উদ্দিন মজুমদার বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা আমাদের ন্যায্য দাবি ৩১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ও সাবেক এমডি মইন উদ্দিন মজুমদারের বিচারের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আইএলও কনভেনশন লঙ্ঘন করে গত ৩১ মাস যাবত প্রতিষ্ঠানটির ৩৮০ জন শ্রমিক কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রাখার অভিযোগ তোলা হয় এ কর্মসূচিতে।