ফাইল ছবি (সুখবর)
অমর একুশে বইমেলার ২৩তম দিন ছিল রোববার (২৩শে ফেব্রুয়ারি)। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ২৩তম দিনে মেলায় নতুন বই এসেছে ৬৭টি।
রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশগ্রহণ করেন শাওলী মাহবুব। এতে সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।
প্রাবন্ধিক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে নারীদের আমরা দেখেছি, মিছিলের সম্মুখভাগে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে শ্লোগানে শ্লোগানে সব পর্যায়ে সামিল হয়েছেন। এই আন্দোলনে এমন কোনো ক্ষেত্র ছিল না, যেখানে আমরা নারীদের উপস্থিতি দেখতে পাইনি।’
তিনি বলেন, ‘কিন্তু আন্দোলন সফল হওয়ার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তসহ নানা পর্যায়ে নারীদের অনুপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। সমাজে বিদ্যমান আধিপত্যশীল পুরুষতান্ত্রিক ব্যবস্থা যদি নারীর রাজনৈতিক সক্রিয়তাকে অস্বীকার করে এবং দেশ গঠনের কাজে নারীর অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না।’
রোববার ‘লেখক বলছি মঞ্চে’ নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক ড. সুকোমল বড়ুয়া এবং তাহমিদাল জামি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ, আমিনুল ইসলাম, গোলাম শফিক, নূরুল ইসলাম মনি, মালিহা পারভীন, মতেন্দ্র মানকীন, মিঠুন রাকসাম ও কবির হোসেন।
এদিন ছিল সাজু আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যালেখ্য, ছন্দে রবির আলো’ এবং ফারহানা চৌধুরী বেবির পরিচালনায় নৃত্য সংগঠন ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের’ (বাফা) পরিবেশনা।
আগামীকাল (২৪শে ফেব্রুয়ারি) একুশে বইমেলার চব্বিশতম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহমান মৈশান। সভাপতিত্ব করবেন মিলনকান্তি দে।
হা.শা./কেবি