শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ধীরে সুস্থে খাবার খেলে উন্নত হবে হজমশক্তি, পালাবে স্ট্রেস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্রুত খাবার খাওয়ার অভ্যাসেই শরীরের বারোটা বাজে। কম সময়ে খাবার খেলে তা ঠিকমতো হজম হতে চায় না। শরীর পুরোপুরি পুষ্টি পায় না। 

আরাম করে খাওয়ার মতো সময় কারো হাতে নেই। এ কারণেই অনেকেই গোগ্রাসে খাবার গিলে খান। বিশেষজ্ঞরা তাই ধীরে সুস্থে খাবার খাওয়ার পরামর্শ দেন। তাদের মতে, প্রতিটি গ্রাস ভালোমতো চিবিয়ে খেলেই একাধিক সমস্যার সহজ সমাধান হয়। চলুন জেনে নিই বিস্তারিত- 

দ্রুত কমবে ওজন

আপনি কি দ্রুত গতিতে ওজন কমাতে চান? তাহলে ঝটপট খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে খাবার খান। এতে কিছুদিনের মধ্যে ওজন কমিয়ে ফেলতে পারবেন। ধীরে ধীরে খাবার খেলে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এমনকী এভাবে খেলে বেশি খাবারও খাওয়া যায় না। ফলে অল্প খেলেই পেট ভরে যায়। তাই ওজন কমাতে চাইলে এবং সুস্থ থাকতে চাইলে সময় নিয়ে খাওয়ার অভ্যাস করুন। 

হজম হবে উন্নত

দ্রুত খাবার খেলে তা হজম হতে অনেক বেশি সময় লেগে যায়। যার কারণে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। ধীরে সুস্থে চিবিয়ে খাবার খেলে মুখের ভেতরেই খাবার ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। সেসঙ্গে লালার গুণে শুরু হয়ে যায় হজমের প্রাথমিক প্রক্রিয়া। এরপর খাবার পেটে পৌঁছানো মাত্র তা দ্রুত হজম হয়। তাই পেটের হাল ফেরাতে চাইলে দ্রুত খাবার খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে খান। এতে হজম উন্নত হবে। 

আরও পড়ুন: দিনের কোন সময়ে দুধ খেলে বেশি উপকার পাবেন?

দূর হবে স্ট্রেস

সময় নিয়ে খাবার খান। এসময় পুরো মন খাবার খাওয়ার দিকেই দিন। স্বাদগুলো ভালো করে বুঝতে চেষ্টা করুন। এতে মনকে একাগ্র করে তুলতে পারবেন। মন হবে শান্ত। এভাবে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা সহজেই দূরে পালাবে। এমনকি দূর হবে অবসাদ। তাই মনের অস্থিরতা কমাতে সময় নিয়ে চিবিয়ে খাবার খান। 

খেয়ে মজা পাবেন

দ্রুত খেলে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না। তখন কেবল পেট ভরাতে খাবার খাওয়া হয়। এমনটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে ধীরে ধীরে খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই ধীরে খান। খাওয়ার পর স্বাদের তারিফ করুন। এতে বারবার খেতে মন চাইবে। খাবার খেয়ে মজা পাবেন। খাবারে উপস্থিত পুষ্টিও ঠিকঠাক গ্রহণ করতে পারবেন।

কমবে ফাস্টফুড খাওয়ার ঝোঁক 

হঠাৎ হঠাৎ খিদে পেলে বেড়ে যায় ফাস্টফুড খাওয়ার প্রবণতা। আর দ্রুত খেলেই হঠাৎ হঠাৎ খিদে পায়। ফাস্টফুডের থেকে দূরত্ব বাড়াতে চাইলে তাড়াতাড়ি খাবার খাবেন না। তার বদলে অল্প অল্প করে বারবারে খান। এই কাজটা করলে সারাদিন পেট ভর্তি থাকবে। এতে আজেবাজে খাওয়ার প্রবণতা আর থাকবে না।

এসি/ আই.কে.জে/


হজমশক্তি স্ট্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250