রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল *** শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ *** সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ধর্ষণ রোধে অ্যাপ তৈরি করলেন ৩ কলেজ শিক্ষার্থী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ধর্ষণের মতো ভয়ানক অপরাধ রুখে দিতে ও নারীদের সুরক্ষায় বেশ কার্যকর একটি মোবাইল এপ্লিকেশন তৈরি করলেন তিন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ধর্ষণের ভয়াবহতা উপলব্ধি করে পরিত্রাণের উপায় নিয়ে ভাবতে শুরু করে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের তিন শিক্ষার্থী তাশদীদ বিন ওয়াহিদ, মুজতাহিদ রহমান ও কাইফ ইবনে জামান।

তাশদীদ, মুজতাহিদ ও কাইফ উদ্যোগ নেয় একটি মোবাইল এপ্লিকেশন তৈরির, যার মাধ্যমে কোনো নারী বা ব্যক্তি কখনো অসচেতন অনুভব করলেই সে তার নিকটআত্মীয় ও অ্যাপের ব্যবহারকারীদের জানাতে পারবে। সেই পরিকল্পনা থেকেই ২০২২ সালে চারটি ইমেজের মাধ্যমে তৈরি করা হয় ‘অঙ্গনা’।

অঙ্গনা এমন একটি মোবাইল অ্যাপ যা কোনো নারী অথবা ব্যক্তি বিপদে থাকাকালীন লোকেশন শেয়ার করতে সক্ষম। কোনো নারী বা ব্যক্তি কখনো অসচেতন অনুভব করলেই সে তার নিকটআত্মীয় ও অ্যাপের অন্যান্য ব্যবহারকারীদের জানাতে পারবে তার বর্তমান অবস্থান। এছাড়া রয়েছে একটি ট্যাগ যার সাহায্যে ফোনে স্পর্শ করা ছাড়াই নিকটতম সাহায্যকারীকে নোটিফাই করা যাবে।

আরো পড়ুন : যে দেশের মানুষ বেশি সময় কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে

এ ব্যাপারে অঙ্গনার উদ্যোক্তা তাশদীদ বিন ওয়াহিদ জানান, ‘অঙ্গনা নিয়ে কাজ শুরু করা মূলত বাংলাদেশে ধর্ষণকে কমিয়ে আনার জন্য। অধিকাংশ ধর্ষণ হচ্ছে যারা আমাদের ওই মুহূর্তে বাঁচাতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে। যাতে ভিক্টিম চোখের পলকেই তাদের প্রিয়জনকে জানাতে পারে সেই তাড়না থেকেই মূলত আমাদের কাজ করা শুরু। এর পাশাপাশি আমরা আমাদের অনেক মেয়ে সহপাঠীদের দেখেছি যারা হয়তো রাতে একা কোচিং বা কাজ সেরে বাসায় যাওয়ার পথেও হয়রানির শিকার হয়। সেখান থেকেই মূলত শুরু’।

কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বেশ সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এই এপ্লিকেশন ধর্ষণ রোধে ও নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। গুগল প্লে স্টোরে কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে ‘অঙ্গনা’ এপ্লিকেশনটি। দেশের কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ও সচেতন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নিসন্দেহে বেশ প্রশংসার দাবিদার।

এস/ আই.কে.জে/

কলেজ শিক্ষার্থী ধর্ষণ রোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250