শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

থানার ভেতরে সাংবাদিকদের কিল-ঘুষি মারলেন উপকমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বেসরকারি একটি টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। আমিরুল ইসলাম নামের ওই কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনারের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১২ই অক্টোবর) দুপুরে নগরের খুলশী থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন।

জোবায়েদ ইবনে শাহাদাত বলেন, গত শনিবার রাতে জিইসি কনভেনশন হলে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ ও পুলিশের গুলির আপডেট নিতে দুপুরে খুলশী থানায় আসি। থানার ভেতরে ওসির কক্ষে বসা ছিলেন নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম।

তিনি জানান, এ সময় আমি সেখানে উপকমিশনারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আপনারা কি ১০ই অক্টোবর সিএমপির সংবাদ সম্মেলনে এসেছিলেন? আমি না বলার পর ডিসি বলেন, এখনই রুম থেকে বেরিয়ে যান।’

এরপর সেখান থেকে বেরিয়ে গিয়ে জিইসি কনভেনশনের ঘটনায় থানায় আটক থাকা দুই এইচএসসি পরীক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলতে যাই। সেখানে তার ওপর হামলা হয়। এ সময় উপকমিশনার আমিরুল আমাকে মারধর করতে করতে মাটিতে শুয়ে ফেলেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘পুলিশ কমিশনার কমিটি গঠন করলে কমিটির সামনে আমি আমার বক্তব্য দেব। আমি এখন কিছু বলব না।’

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে থানার ভেতরে সাংবাদিককে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ (সিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এর আগে খবর পেয়ে তাৎক্ষণিক সাংবাদিক নেতারা ছুটে যান নগরীর খুলশী থানায়। সেখানে তারা অভিযুক্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পাঠানো প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

পরে কোনো সমাধান না হওয়ায় হামলার প্রতিবাদে খুলশী থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকেরা। সমাবেশে অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা উল্লেখ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার ও চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ।

জে.এস/

সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250