বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ *** ‘দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটা যুব, আরেকটা মায়েদের’ *** রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি *** অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগমুহূর্তে কোহলির রহস্যময় বার্তা

প্রিয় ইব্রাহিম, এ চিঠি অনেকটা অবাক ঘটনার সমন্বয়ে লেখা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

প্রিয় ইব্রাহিম,

গত দিন চারেক যাবৎ ব্যস্ততার সাগরে সময় কাটিয়ে দিয়েছিলাম, আর সেজন্য তোমাকে চিঠি দিতে ব্যর্থ হয়েছি। তবে আজকে সুযোগ পেয়ে একটি চিঠি লিখলাম।

এ চিঠি অনেকটা অবাক ঘটনার সমন্বয়ে তৈরি। আশা করি যে এ অবাক ঘটনা শুনে তোমার অসম্ভব ভীতির জিনিসটা কেটে যাবে এবং যে কোনো ক্ষেত্রে তোমাকে সাহসী মনোবলের করতে এই চিঠির ভূমিকা হবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ। আসলে এ ঘটনা অনেকটা মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের বিশ্বকাপ জেতার ঘটনার মতো। 

আমাদের বিদ্যালয়ে এ বছর তিনটি সাময়িক পরীক্ষা হবে অনুষ্ঠিত। এর মধ্যে প্রথম সাময়িক পরীক্ষাটা কিছুদিন পূর্বে সমাপ্ত হলো। সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উওীর্ণ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেও এবার রীতিমতো ধাক্কা খেলাম। অষ্টম শ্রেণীর প্রথম পরীক্ষাতে দ্বিতীয় স্থান অধিকার। কিন্তু এ স্থানটার শোক বুকে নিয়েই সাহিত্যচর্চা তথা ভ্রমণকাহিনী লিখলাম।

এমনিতেই শ্রেণীকক্ষেও সবার সাথে সম্পর্কের দূরত্বও একারণে। অর্থাৎ পরীক্ষায় ভালো ফল না করায় সবার থেকে একা থাকি। আর এদিকে আমি সাহিত্যে একদমই নতুন। কিছুদিন আগে পড়ার বাইরের কাজ হিসেবে ভ্রমণকাহিনী লিখে জমা দিলাম আমার বিদ্যালয়ের ঢাবি ইন্টার্ন শিক্ষকদের। মানে মন খারাপ থেকে মনকে একটু সান্ত্বনা। অবাক কাণ্ড ঘটল রীতিমতো। যেখানে আমি দুগ্ধপোষ্য শিশু সেখানেই যেন হলাম আমি যিশু। সেদিন অন্য সকল দিনের মতোই সঠিক নিয়মে সূর্য উদয় হলো। আর আমার বিদ্যালয়ে যাওয়ার সময় হলো। নিয়ম মেনে চলে গেলাম আগের দিনের মতোই। 

আরো পড়ুন : শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা বেঁচে থাকবেন আমাদের সত্ত্বায়, আমাদের অন্তরে

শুধু জীবন দেখল এবং পেল এক দারুণ অভিজ্ঞতা। এ হলো এক বিজয়। বিজয় দিবসের মাসে অভিজ্ঞতা লিখে পেলাম নতুন অভিজ্ঞতা। আসলে সফলতা আসে নিতান্তই সুখ সংবাদ ও এক প্রকার উৎসবের আমেজের বার্তা নিয়ে। যা কিনা মনকে প্রফুল্ল করে তোলে। অন্তরাত্মায় ছায়াছবির ন্যায় স্বপ্ন ও প্রত্যয় মুক্তি পায়। সফলতা সে দিবাস্বপ্নের সাথে জাগ্রত অবস্থায় দেখতে পায়। সে সেটা স্বপ্নের কল্পনা থেকে বাস্তবে দর্শন করতে পেরে ও পেয়ে চির আনন্দের সাগরে জাহাজের অধিনায়ক হয়ে, অদম্য ছুটে চলা গায়কের বুকে, এমন সাহস ও চারুস্বপ্ন যেন জাগ্রত থাকতেই অন্যমনস্ক হয়ে দেখে। কল্পনা ও প্রত্যয়ের জগতে অন্তরাত্মা উড়ে বেড়ায়। 

আজ আর নয়, তোমাকে পরের চিঠিতে আরও বিস্তারিত বলছি। আশা করি সেগুলো তোমাকে সাহস যোগাবে। আর তোমার বাবা ও মাকে আমার শ্রদ্ধা ও সালাম দিতে ভুল করো না। তার সাথে সামাজিক মানুষ এর মতো বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করিও।

—ইতি 

মোজাম্মেল      

চিঠি প্রিয় ইব্রাহিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250