শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও মালদ্বীপে গতি পাচ্ছে ভারতীয় প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে মালদ্বীপের উন্নয়নে সহায়তা আরও বাড়িয়েছে ভারত। দেশটিতে ভারতের অর্থায়নে হওয়া প্রকল্পের কাজেও বেড়েছে গতি।

মালদ্বীপে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো চলমান রয়েছে। ভারতীয় কর্মকর্তা ও সরকারের নথির তথ্যানুযায়ী আগামী মার্চে শেষ হতে চলা চলতি অর্থবছরে মালদ্বীপের বিভিন্ন প্রকল্পে প্রায় ৭৭১ কোটি ভারতীয় রুপি ব্যয় করেছে ভারত, যা মালদ্বীপের ৪০০ কোটি রুপির বাজেটের প্রায় দ্বিগুণ।

একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে’কে ঘিরে বিভিন্ন সড়ক ও সেতু উন্নয়ন প্রকল্প। ৫০ কোটি ডলারের প্রকল্প এটি। এর পাশাপাশি দুটো বিমানবন্দর তৈরির প্রকল্পও আছে ভারতের; যা ১৩ কোটি ডলারের।

মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট মুইজ্জুর এসে চীনঘেঁষা পররাষ্ট্রনীতি নেওয়ার পরও ভারত দেশটিতে উন্নয়ন সহযোগিতা বন্ধ করেনি। মুইজ্জু দায়িত্ব নেওয়ার পরই ‘ভারত প্রথম’ নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। একইসঙ্গে মালদ্বীপ থেকে ৮০ ভারতীয় সেনা তাড়ানোরও নিশ্চয়তা দেন তিনি।

ভারতের নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা শীর্ষ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের পরও উন্নয়ন সহযোগিতায় কোনও পরিবর্তন আসেনি বা বন্ধ হয়নি; বরং প্রকল্পের কাজের গতি আরও ত্বরান্বিত হয়েছে।

আরও পড়ুন: আইসিজের শুনানিতে আজ অংশ নেবে বাংলাদেশ

এ বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।

১লা ফেব্রুয়ারি ভারতের লোকসভায় উত্থাপিত বাজেটে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে মালদ্বীপে বিভিন্ন প্রকল্পে ১৮৩ কোটি রুপি ব্যয় করেছিল ভারত। ২০২৩-২৪ অর্থবছরে এসে তা একলাফে বেড়ে ৭৭১ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু গতমাসেই চীন সফর করেছেন। তবে ভারতে তিনি এখনও সফর করেননি। অন্যদিকে এমাসে ভারত এবং মালদ্বীপ আগামী মে মাসের মধ্যেই সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে।

সূত্র: রয়টার্স

এসকে/ 

ভারত মালদ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250