ছবি: সংগৃহীত
‘কার্ডনির্ভর নিরাপদ লেনদেনে, জীবন হোক ঝামেলাহীন ও সহজ’—স্লোগানে বুধবার (২৬শে ফেব্রুয়ারি) থেকে ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৫’ শীর্ষক মেলা শুরু হয়েছে। চলবে আগামী ৪ঠা মার্চ পর্যন্ত।
দেশের ব্যাংকগুলোর প্রচলিত বিভিন্ন ধরনের কার্ডের ব্যবহার জীবনে আনে স্বস্তি এবং লেনদেন হয় নিশ্চিন্ত ও ঝামেলাহীন। তাই কার্ডনির্ভর লেনদেনে সবাইকে উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন হচ্ছে।
এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ণ ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও সাউথইস্ট ব্যাংক। এই আয়োজনে রয়েছে ব্যাংকগুলোর কার্ড–সংক্রান্ত খোঁজখবর, কার্ড ব্যবহারে সতর্কতা ও নিরাপদ লেনদেনে করণীয় বিষয়ে পরামর্শ, ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার, ব্যাংক কার্ডের আদ্যোপান্ত নিয়ে প্রয়োজনীয় ফিচার ও টক শো।
এ ছাড়াও থাকছে নানা ধরনের কার্ডের আকর্ষণীয় সব সুবিধা ও ছাড়ের খোঁজখবর। এ মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে bankcardayojon.com এই ওয়েবসাইটে।
হা.শা./কেবি