ছবি: সংগৃহীত
উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। বিকালে তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা ২৪টি নেমে আসলো।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
ওআ/কেবি