শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর স্মৃতিশক্তি বাড়াবে বই পড়ার অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্মার্টফোনের এই যুগে বড়দের যেমন আগ্রহ কমছে তেমনি ছোটদেরও বই পড়ার আগ্রহ কমছে। অথচ স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি সহানুভূতি বাড়াতেও নিয়মিত বই পড়া উচিত। এ ছাড়া নতুন শব্দভান্ডার তৈরি করতেও বই পড়ার জুড়ি নেই। পড়ার অভ্যাসটা যাতে একেবারে ছোট বয়স থেকেই তৈরি হয়, সেজন্য অভিভাবককে একটু বেশি যত্নশীল হতে হবে । শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুর বই পড়ার অভ্যাস তৈরি হবে না।  এ কারণে সারাদিনে সে কতক্ষণ টিভি দেখতে পারে বা মোবাইল ফোনে কার্টুন দেখতে পারে সেই সময়টা বেঁধে দিন। অবসর সময়টা বই পড়ানোর অভ্যাস তৈরি করুন। কাজে থাকলেও শিশু সেই নিয়ম মানছে কি না, সে ব্যাপারে খোঁজ রাখুন।

২. বাবা-মাকে দেখেই শিশুরা শেখে। শিশু যদি তার বাবা-মাকে বই, খবরের কাজ পড়তে দেখে তাহলে তার মধ্যেও পড়ার ইচ্ছা তৈরি হবে। 

আরো পড়ুন : আপনার সন্তান কতটুকু লম্বা হবে, জেনে নিন

৩. শিশুরা গল্প শুনতে ভালবাসে।  গল্প শুনিয়ে শিশুর মন ভোলাতে পারেন। শিশু যখন গল্পের মধ্যে একবারে ডুবে যাবে তখন তাকে বাকিটা বই থেকে পড়ে নিতে বলতে পারেন।

৪. ছুটির দিনে শিশুকে নিয়ে লাইব্রেরিতে সময় কাটান। যাতে সে নিজে হাতে ঘেঁটে পছন্দসই বই বেছে নিতে পারে। ধারেকাছে লাইব্রেরি না থাকলে কোনও বুকস্টোরেও নিয়ে যেতে পারেন। আজকাল অনেক সুপারস্টোরেও শিশুদের জন্য বই থাকে। নিজে হাতে বই নেড়েচেড়ে দেখলে তার বই কেনা ও পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। 

৫. শিশুকে শুধু রূপকথার জগতের সঙ্গে পরিচয় করাবেন না। বরং ছোট থেকেই বাস্তব দুনিয়ার সঙ্গে একটু একটু করে তার পরিচয় করান। গল্পের বই ছাড়াও কুইজ়ের বইও কিনে দিতে পারেন তাকে। একটু বড় হলে শিশুকে নিজের পছন্দ অনুযায়ী বই বাছতে দিন।

এস/ আই.কে.জে/ 

শিশুর স্মৃতিশক্তি

খবরটি শেয়ার করুন