ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কোথাও কোথাও এ নিয়ে গুজব রটছে। এই সাপের বিষের কার্যকারিতা নিয়ে নানান কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে জানার অভাবের কারণে এসব হচ্ছে। এরই মধ্যে এই সাপের কামড়ে কয়েকজন মানুষ মারা গেছে। এ নিয়ে অবশেষে দিকনির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি সকলকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের সক্ষমতার কথাও তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে।
শনিবার (২২শে জুন) সকালে একটি সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: হার্ট দুর্বল কি না বুঝে নিন এই ৫ লক্ষণে
তিনি বলেন, রাসেলস ভাইপারের উপদ্রব লক্ষ করা যাচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে৷ তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে।
এসি/ আই.কে.জে/