বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

জেলা প্রশাসন গাজীপুর

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে ওয়েব পোর্টাল হালনাগাদের তাগিদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাকস্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মাণে জেলা প্রশাসন গাজীপুরের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ভাওয়াল সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মো. ওয়াহিদ হোসেন- ডিডিএলজি, গাজীপুর, সালমা খাতুন- এডিএম, গাজীপুর, খন্দকার মুদাচ্ছির বিন আলী- সিইও, জেলা পরিষদ, মোহাম্মদ কায়সার খসরু- এডিসি জেনারেল গাজীপুর, ফয়জুন্নেচ্ছা- সদস্য সনাক ও নির্বাহী পরিচালক, পরশ গাজীপুর, সনাক সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরা, সহ-সভাপতি মো. সোলাইমান হোসেন খান, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ সদস্য মেহেদী হাসান টুটুল, সক্রিয় নাগরিক দলের সদস্য এডভোকেট মাহমুদুল হাসান, মো. ওবাইদুল কবির মোল্লা, জেলা তথ্য অফিসার প্রমুখ।  

কর্মসূচির শুরুতে তথ্য অধিকার আইন-২০০৯ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবহিতকরণের লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সুমি রানী দাশ, সহকারি কমিশনার, জেলা প্রশাসন গাজীপুর। পাশাপশি প্রতিবছরের ন্যায় সনাক এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ও টিআইবি’র সহযোগিতায় ২০২৪ সালের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের প্রতিবেদনের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই আবুল ফজল মোহাম্মদ আহাদ।

উপস্থাপতি ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পোর্টালগুলো নিয়মিত হালনাগাদ রাখার কোনও বিকল্প নেই। যত দ্রুত সম্ভব প্রতিটি পোর্টাল হালনাগাদ করার তাগিদ প্রদান করেন তিনি। সভার শেষে সনাক এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের প্রতিবেদন-২০২৪ হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন: শীতের বার্তা নিয়ে হাজির কুয়াশা!

এসময় সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনসহ টিআইবি’র ১৩ দফা সুপারিশও উপস্থাপন করা হয়।

এসি/ আই.কে.জে/

ওয়েব পোর্টাল হালনাগাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন