সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজা গণহত্যায় ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল *** তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী *** ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা *** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর

কবর দেওয়ার আগে কেঁদে উঠল 'মৃত' নবজাতক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গর্ভধারণের মাত্র ৫ মাসেই অপরিণত অবস্থায় হাসপাতালে জন্মগ্রহণ করে এক শিশু। শিশুটিকে মৃত ভেবে কবর দিতে নিয়ে গেলে কবরে শোয়ানোর আগমুহূর্তে কেঁদে উঠে এই নবজাতক। পরে এই নবজাতককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

গত শনিবার (১লা জুন) গভীর রাতে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে।

জানা যায়, মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের মো. ইউনুস আলীর স্ত্রী জেসমিন আক্তার ৫ মাস ১৯ দিনের গর্ভবতী ছিলেন। শনিবার বিকেলের দিকে তিনি পেটে ব্যথা অনুভব করলে এবং তার রক্তক্ষরণ হলে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময় হাসপাতালের দায়িত্বরত গাইনি চিকিৎসক শারমীন আয়েশা আল্ট্রাসনোগ্রাফি করে জানান গর্ভের শিশু মারা গেছে। পরে রাতে স্বাভাবিকভাবে শিশুটি ভূমিষ্ঠ হয়। 

প্রসূতি জেসমিনের স্বামী ইউনুস আলী অভিযোগ করে গণমাধ্যমকে বলেন , তার স্ত্রী সন্তান প্রসব করার পর সংশ্লিষ্ট চিকিৎসক শিশুটি মৃত বলে একটি কার্টনে করে বাড়ি নিয়ে কবর দেওয়ার পরামর্শ দেন। রাতেই বাড়িতে নিয়ে জানাজা শেষে কবর দেওয়ার জন্য কার্টন খুলতেই নবজাতকটি কেঁদে উঠে। পরে দ্রুত আবার একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাত দেড়টার দিকে নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নবজাতকের বাবা অভিযোগ করে বলেন, আমার স্ত্রী সন্তান প্রসব করার পর জেনারেল হাসপাতালের চিকিৎসক আমার বাচ্চাকে কোনো পরীক্ষা না করেই মৃত বলে ঘোষণা দেন। তারা জীবিত বাচ্চাকে মৃত বলে কার্টনে করে নিয়ে যেতে বলেন। 

তবে অপরিণত জন্ম নেওয়া শিশুটির শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান নবজাতকের বাবা। 

এদিকে অভিযোগ অস্বীকার করে মিঠাছরা জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, রোগীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে নরমাল ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি হওয়ার পর ১ মিনিট বাচ্চার নড়াচড়া ছিল। ১৫ মিনিট শিশুটিকে অবজারবেশনে রাখা হয়। এরপর রোগীর স্বজনরা তাকে দেখতে আসেন। এক পর্যায়ে তারা হাসপাতালের কাউকে না জানিয়েই হাসপাতাল থেকে নবজাতককে বাড়ি নিয়ে যান। 

পরিচালক বলেন, নবজাতক মারা গেছে, এমনটা স্বজনদের বলা হয়নি। তারা বাড়ি নিয়ে কেন কবর দিচ্ছেন সেটাও আমরা জানি না। যদি মারা যেতো তাহলে আমরা ডেথ সার্টিফিকেট দিতাম, রেজিস্ট্রারে এন্ট্রি করতাম। কিন্তু এক্ষেত্রে কিছুই হয়নি। নবজাতকটিকে রাতে পুনরায় হাসপাতালে আনলে আমরা তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ওআ/  আই.কে.জে


মৃত্যু নবজাতক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন