ছবি: সংগৃহীত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার (২৯শে জুলাই) প্রকাশ হবে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে, অর্থাৎ বিগত বছরগুলোর মতো চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও তিন ইউনিটে অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ। একই সঙ্গে থাকছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও।
সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি বিজ্ঞপ্তি আজ দেশের একাধিক বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় পাওয়া যাবে।
তিনটি ইউনিট হলো: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিট। কলার ভর্তি পরীক্ষা ২২শে আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত, বিজ্ঞানের পরীক্ষা ২৩শে আগস্ট (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ব্যবসায় পরীক্ষা একই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
জানা যায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ৩রা আগস্ট দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১০ই আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী ভর্তি-ইচ্ছুকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া পূর্বের আবেদনের ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে পারবেন।
এর আগে, ৯ই জুলাই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন