রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংকট সমাধানে ট্রাম্পের ভূমিকার প্রশংসা পুতিনের, ধন্যবাদ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১০ই অক্টোবর) বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন ‘সংকট সমাধানে অনেক কিছু করছেন,’ তবে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিনা, তা তার সিদ্ধান্ত নয়।

হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি বহু সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য—যদিও বিশ্লেষকরা এই দাবিকে ব্যাপকভাবে অতিরঞ্জিত বলে মনে করেন। খবর এএফপির।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগের দিন ট্রাম্প আবারও দাবি করেন, এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যস্থতা করা তার অষ্টম যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা।

তাজিকিস্তানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন,  ‘বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কি না — সেটা আমার বিচার করার বিষয় নয়। বিষয়টি আমি জানি না।’

তবে তিনি যোগ করেন,  ‘তিনি সত্যিই বহু জটিল সংকট সমাধানে কাজ করছেন—যেগুলো বহু বছর, এমনকি দশক ধরে চলছে।’

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গে পুতিন বলেন,  ‘যদি আমরা সেই লক্ষ্যগুলো অর্জনে সফল হই, যেগুলোর জন্য ডোনাল্ড চেষ্টা করছেন, তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা।’ যদিও তিনি নোবেল কমিটিরও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে এই পুরস্কার এমন ব্যক্তিদের দেওয়া হয়েছে, যারা শান্তির জন্য কিছুই করেননি। আমার মতে, এসব সিদ্ধান্ত নোবেল পুরস্কারের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পুতিনের মন্তব্যের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট পুতিন!’

বর্তমান মেয়াদে ট্রাম্প রাশিয়া ও তার দীর্ঘদিনের নেতা পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পরও তিনি মস্কোর সঙ্গে পুনরায় ঘনিষ্ঠতার আহ্বান জানিয়েছেন। চলতি বছরের আগস্টে ট্রাম্প আলাস্কায় এক সম্মেলনে পুতিনকে যুক্তরাষ্ট্রে আতিথ্য দেন।

এদিকে নরওয়ের নোবেল কমিটি শুক্রবার শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার সরকার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে, যিনি এই পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250