শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বষর্ণে জলাবদ্ধতা এবং ভুমিধসে ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান দিয়েছে খাগড়াছড়ি সেনা সদর জোন।

বুধবার (৩০শে অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর জোনে জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে হাতে তুলে দেন।

প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বিতরণ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা ভুমি ধস এবং প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলাদি, গবাদিপশুসহ বিভিন্ন আসবাপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়। যার উদ্ধার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে যথাযথ ভুমিকা পালন করেছে। আজ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করে। জোন এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

অনুদানে যা ছিল ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিন, ছাগল, সার, বীজ ক্রয় এবং ঘরের আসবাপত্র ক্রয় করতে নগদ অর্থ প্রদান করা হয়। 

এছাড়া জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সদর জোন জানায়, খাগড়াছড়ি সদর জোনের আওতাধানী সদরের বিভিন্ন এলাকার ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারের মাঝে ১৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বন্যার্তরা জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিউবওয়েল পর্যন্ত ক্ষতি হয়েছে। আজ সেনাবাহিনীর মানবিক সহায়তা পেয়ে আমরা খুব খুশি এবং কৃতজ্ঞতা জানাই।

ওআ/কেবি



সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন