সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএও’র মহাপরিচালক ড. চু ডং ইউ-এর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তিনি ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জরুরী সংকট ও দুর্যোগের সময়ে বিভিন্ন দেশের আরোপিত রপ্তানী নিষেধাজ্ঞা পরিহার করে কৃষি পণ্য রপ্তানী অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র ভূমিকা আরো জোরদারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ৩০শে নভেম্বরের মধ্যে রাজউক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে অন্তর্র্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে । রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস প্রণীত সোস্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়টি বিবেচনার জন্য এফএও-এর মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।

এফএও মহাপরিচালক ড. চু ডং ইউ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে এফএও-র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। মহাপরিচালক বাংলাদেশের কৃষি রূপান্তরসহ খাদ্য নিরাপত্তা অর্জনের সকল পরিকল্পনা ও কর্মসূচিতে এফএও’র সমর্থন ও অংশীদারিত্বের বিষয়ে আশ্বস্ত করেন।

এসি/কেবি

জলবায়ু পরিবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন