শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের গেজেট মঙ্গলবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

সংসদের সংরক্ষিত নারী আসনে আজ বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২৭শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) গেজেট প্রকাশ করে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

রোববার (২৫শে ফেব্রুয়ারি) বিকাল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরই গেজেট প্রকাশের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে সংসদ সচিবালয়। 

এর আগে, নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে কারো নাম বাদ না পড়লেও মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন। আর ঘোষিত তফশিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৪টি আসনে। স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ৬২টি আসনে। তারা সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দুটি দল দুটি আসন পেয়েছে। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে। ফলে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আসন।

আরও পড়ুন: আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ৪৮৮ সদস্য

অন্যদিকে, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তারা দুটি সংরক্ষিত নারী আসন পাবে।

সাধারণত সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এটি হলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সেটি হলে দ্বাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

এসকে/

নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসন

খবরটি শেয়ার করুন