ছবি: সংগৃহীত
মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।
সোমবার (১১ই নভেম্বর) সকালে আলীকদম বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ৮১ রোহিঙ্গা। তারা আলীকদম বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব গণমাধ্যমকে জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিজিবির কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন