শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

কৌতূহলে রাখতে আমার খুব ভালো লাগে: মন্দিরা চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কথায় আছে নায়িকার হাসিতে দুলে ওঠে রূপালি পর্দা। এমন নায়িকার আজকাল বড় আকাল। সেই অভাব মেটাতেই যেন ঢালিউডে নাম লেখান মন্দিরা চক্রবর্তী। সম্প্রতি এ লাস্যময়ী অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সামাজিক মাধ্যমে বাইডেনের দেশ থেকে নিজেকে মেলে ধরছেন। তার সৌন্দর্যে চোখ জুড়াচ্ছেন অনুসারীরা। 

আমেরিকায় কী করছেন মন্দিরা কৌতূহলও জমেছে নেটিজেনদের মনে। তবে রহস্য জিইয়ে রাখা সুন্দরীদের ধর্ম। মন্দিরাই সে পথে হাঁটলেন।গণমাধ্যমকে মন্দিরা বললেন, ‘ফ্যান-নেটিজেনদের তো কৌতূহল থাকবেই। আমারও কৌতূহলে রাখতে ভীষণ ভালো লাগে। সবকিছু স্পষ্ট বলতে পছন্দ করি না। তবে আমেরিকায় কাজের সূত্রে এসেছি। কাজের জন্যই এতদিন থাকা। শিগগিরই দেশে ফিরব।’

আরও পড়ুন: ‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। মন্দিরা যোগ দিয়েছেন তাতে। প্রথমবারের আয়োজনে সাক্ষী হতে পারার ভালো লাগা আন্দোলিত করছে তাকে। 

পর্দার ‘কাজলরেখা’র ভাষ্য, ‘প্রতি বছর দেশে পূজা করা হয়। এবারই প্রথম বাইরে পূজা উদযাপন করছি। খুব ভালো লাগছে। অন্য রকম অনুভূতি কাজ করছে। টাইমস স্কয়ারে এবারই প্রথম পূজার আয়োজন করা হয়েছে। বড় পরিসরে দুর্গা পূজা উদযাপন হচ্ছে। তাতে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। পূজা মাত্র শুরু হলো। এখনও অনেক দিন বাকি। শেষ হলে বলতে পারব কেমন লেগেছে।’

‘কাজলরেখা’র মাধ্যমে প্রথম বড়পর্দায় দ্যুতি ছড়ান মন্দিরা। গেল কোরবানি ঈদে তার অভিনীত ‘নীলচক্র’ মুক্তির কথা ছিল। তবে আজ অবধি ছবিটি আলোর মুখ দেখেনি। কবে দেখবে জানেন না মন্দিরা। তিনি বলেন, ‘‘নীলচক্র’ মুক্তি দেরি আছে। সেপ্টেম্বরে কথা ছিল। কিন্তু পরিচালক ও প্রযোজক ফের পিছিয়ে দিয়েছেন। কবে নাগাদ মুক্তি পাবে আমি বলতে পারছি না।’’

সবশেষে নতুন কাজের খবর দিলেন মন্দিরা। বললেন, ‘ডিসেম্বরের শুরুতে আমার নতুন সিনেমার শুটিং শুরু হচ্ছে। আরও একটি ছবির কাজ শুরুর কথা ছিল। কিন্তু বাংলাদেশে যা ঘটে গেল সে কারণে পিছিয়ে গেছে। আরও যত কাজ ছিল সেগুলোও পিছিয়ে গেছে।’ 

তবে সেসবের কোনোটা নিয়েই বিস্তারিত বললেন না অভিনেত্রী। জানালেন সময়মতো সবাইকে একসঙ্গে জানাবেন। 

এসি/ আই.কে.জে

মন্দিরা চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250