সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে চট্টগ্রামে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার (১৩ই মার্চ) দুপুর আড়াইটায়।

দুই দেশের পরিসংখ্যানে দেখা যায় জয়ের দিকে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে ৪২ টিতে জিতেছে লঙ্কানরা এবং টাইগারদের জয় ১০ ম্যাচে।  সর্বশেষ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো লঙ্কানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলঙ্কা।

আরো পড়ুন: ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জুগিয়েছে সবার। লঙ্কানদের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের নতুন অধিনায়ক শান্তর কণ্ঠে।

শান্ত গণমাধ্যমকে বলেন, ‘আমরা দল হিসেবে পারফর্ম করতে প্রস্তুত। আমরা সিরিজ হেরেছি। তবে, একটি ম্যাচ জিতলে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সবসময় দেশের মানুষকে সেরাটা দিতে চাই, তাদের খুশি রাখতে চাই।’

এইচআ/ 

চট্টগ্রাম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

খবরটি শেয়ার করুন