শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি এবং ৩০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য আলাদা প্রস্তাব অনুমোদন করেছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৮ই জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। খবর বাসসের।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে প্রায় ৫৩১ কোটি ৫৬ লাখ টাকায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে সরকার। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১২ দশমিক ৬২ আমেরিকান ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) দেশের কাফকো থেকে ১৮তম লটের আওতায় ১৪৬ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কিনবে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৭৫ আমেরিকান ডলার।

এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের একটি করে প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানানো হয় বাসসের প্রতিবেদনে।

সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250