সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেশি দামে স‌বজি বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদফতরের যৌথ অভিযানে ৭ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৮শে অক্টোবর) দুপুরে উপ‌জেলার স্থানীয় সাতকা‌ছেমিয়া বাজা‌রে এ অভিযান প‌রিচালনা করা হ‌য়।

বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

এসময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পি‌রোজপু‌রের সহকা‌রি প‌রিচালক দেবা‌শিষ রায় এ অভিযান প‌রিচালনা ক‌রেন।

অভিযান প‌রিচালনাকা‌লে দোকা‌নে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং বেশি দামে বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে ২টি স‌বজি দোকান, এবং ৫টি মু‌দি দোকানিকে পৃথক পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা করেন। 

অভিযানে সহায়তা করেন উজেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা. ত‌রিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম‌্যান রাসেল সিকদার, না‌জিরপুর থানা পু‌লিশের এস আই পার্থ । 

উপ‌জেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ ও ভোক্তা অধিকারের সহকা‌রি প‌রিচালক দেবা‌শিষ রায় জানান, দোকা‌নে মূল্য তালিকা না টানানো, মেয়া‌দোত্তীর্ণ পন্য রাখা এবং বেশি দামে বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে ৭ ব‌্যবসায়ী‌কে মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। আমা‌দের এ অভিযান অব্যাহত থাক‌বে। 

ওআ/কেবি

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন