শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি *** চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত *** লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা *** মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন *** বছরের দীর্ঘতম রাত আজ, সবচেয়ে ছোট দিন আগামীকাল *** পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি *** মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা *** জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ *** চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান : ডিএমপি কমিশনার *** মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২২

কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন নববিবাহিত এক দম্পতি।

রোববার (১৪ই এপ্রিল) সন্ধ্যায় আরিফুল-আঁখি দম্পতির বিয়ের অনুষ্ঠান কলেজে সম্পন্ন করা হয়।

জানা যায়, বর আরিফুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামবাসেরপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। আর কনে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আজাহার আলীর মেয়ে ফাতেমা বিনতে আজাহার ওরফে আঁখি। বিয়ে শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বরযাত্রীরা কনেকে গাড়িতে করে পীরগঞ্জে রওনা দেন।

স্থানীয়রা জানান, বিরামপুর মহিলা কলেজের ১০১ নম্বর শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ তৈরি করা হয়। যে মঞ্চে বর ও কনে বসেছিলেন। কলেজের মাঠে বরযাত্রী ও কনে পক্ষের অতিথিদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়।

আরো পড়ুন : পদ্মায় ধরা পরলো ২৫‌ কে‌জি ওজনের কাতল, ৩৫ হাজার টাকায় বিক্রি

যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও মাঠ কেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হলো সেই বিষয়ে কথা বলতে রাজি হননি বর ও কনে পক্ষের কেউ।

এ বিষয়ে কথা হয় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হকের সঙ্গে।

তিনি বলেন, ‘কনে আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজে ওই মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য মেয়ের বাবা আমাকে অনুরোধ করেছিলেন। এখন তো কলেজে ঈদের ছুটি। তাই বিয়ের জন্য কলেজের মাঠ ও কক্ষটি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের আসর বসানোর প্রসঙ্গে বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রানা জানান, কলেজের শ্রেণিকক্ষ ও কলেজ চত্বরের ভেতরে বিয়ের অনুষ্ঠান হয়েছে, এমন তথ্য তার কাছে নেই।

তবে তিনি সাফ জানিয়ে দেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার কোনো সুযোগ নেই।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নীতিগতভাবে ঠিক নয়। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পরে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’

এস/  আই.কে.জে


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন