সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হিটস্ট্রোক করে হাসপাতালে শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 

মঙ্গলবার (২১শে মে) আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে মাঠে ছিলেন শাহরুখ খান। সে সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। 

আরো পড়ুন: লন্ডন মাতাতে দেশ ছাড়লেন জায়েদ খান, সঙ্গে আছেন জেমস

জানা গেছে, সারাদিন মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল সেটি। সেই ম্যাচে ৮ উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়।

এইচআ/  আই.কে.জে

শাহরুখ খান হিটস্ট্রোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন