শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

এবার সাতপাঁচ তোয়াক্কা না করেই নেপাল পাড়ি দিলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের ২০২৫ সালে নেপালে বেড়াতে যাওয়ার কথা ছিল। সে সময়ে নেপালের উত্তপ্ত পরিস্থিতির কারণে তার যাওয়া হয়নি। এবার সাতপাঁচ না ভেবে নেপাল গেলেন তিনি। এ সময় তার সঙ্গী ছিলেন বন্ধু অভিনেতা রাহুল মিত্র।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারাবাসে কাটানোর সময়েও শিবপুরাণ পড়তেন সঞ্জয় দত্ত। বন্ধু রাহুলের কথায়, শিবের সঙ্গে এক অদ্ভুত যোগ রয়েছে মহাদেবের। এবার বাবার ডাক এসেছে, তাই যেতেই হবে। এ বছর কোনো সাতপাঁচ তোয়াক্কা না করেই চলে গেলেন বন্ধুর সঙ্গে নেপাল।

সঞ্জয় দত্তকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। কখনো কারাগারে কাটানো ঘটনার কারণে। আবার কখনো শারীরিক অসুস্থতার কারণে চর্চা হয়েছে এ অভিনেতাকে ঘিরে। তবে এবার কি খানিক আধ্যাত্মিকতায় মন অভিনেতার?  

‘ধুরন্ধর’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। অনেক দিন পর এ সিনেমায় একেবারে পুরোনো ফর্মে দেখা গেছে সঞ্জয় দত্তকে। একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে কি সিনেমার সাফল্যে নেপাল বেড়াতে গেলেন অভিনেতা?  শুধুই কি শিবদর্শন? নেপালে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি, স্থানীয় খাবারও খেয়েছেন সঞ্জয়। 

বন্ধু রাহুল জানান, তিনি ও সঞ্জয় অরুণাচল প্রদেশ, রাজস্থানের মতো জায়গায় বেড়াতে গিয়েও স্থানীয় খাবার ডাল, ভাত, মসুর ডালের বড়া, নুডলস স্যুপ, মটন কাটিয়ার মতো খাবার চেখে দেখেছেন। তাই নেপালের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

জে.এস/

সঞ্জয় দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250