ছবি: সংগৃহীত
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও পেঁয়াজের দাম। সেই সঙ্গে কমেছে ভারত থেকে আমদানিকৃত জিরার দামও।
বর্তমানে দেশি আলু কেজি প্রতি ১০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ভারতীয় জিরা কেজি প্রতি ৫০ টাকা কমে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
সোমবার (৪ঠা মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ক্রেতারা বলেন, সামনে রমজান। এই মাসে অন্য দেশে নিত্যপণ্যের দাম কমে আর আমাদের বাংলাদেশে দাম বৃদ্ধি পায়। বাজারে প্রায় সব জিনিসপত্রের দামই বৃদ্ধি পেয়েছে, এর মধ্যেও পেঁয়াজ, আলু এবং জিরার দাম কমেছে। তবে পেঁয়াজের দাম কমলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। আগে ৫ কেজির বেশি পেঁয়াজ কিনতাম এখন আধা কেজি সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে যদি এখনই জরুরি পদক্ষে না নেয়া হয় তাহলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে দেবে।
আরও পড়ুন: বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে, যার খবরে মোকামগুলোতে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে একদিনের ব্যবধানে কেজি প্রতি ৫ টাকা কমে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম আরও অনেকটাই কমে যাবে।
এসকে/
খবরটি শেয়ার করুন