ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ৬ কেজি।
মঙ্গলবার (১৩ই আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
আরও পড়ুন: মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না : পার্বত্য উপদেষ্টা
বুধবার (১৪ই আগস্ট) সকালে ঢাকা কাস্টম হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসি/কেবি