শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানবপাচার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানবপাচার মামলায় ফরিদপুরের সালথা উপজেলার শাকিল হোসাইন (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯শে মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল হোসাইন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা। তিনি সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। মানবপাচার দলের প্রধান অভিযুক্ত মুকুল ঠাকুরের জামাতা তিনি।

বিকেলে সালথা থানার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান। 

আরো পড়ুন: ডিভাইস ব্যবহার করে জালিয়াতি, আটক ভাই-বোন

ওসি বলেন, মুক্তিপণের দাবিতে লিবিয়ায় শাকিল মিয়াকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় শাকিল মিয়ার বাবা টিটুল মিয়া বাদী হয়ে  বৃহস্পতিবার (২৮শে মার্চ) বিকেলে মানবপাচার দমন আইনে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এজারনামীয় আসামি শাকিল হোসাইনকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, শাকিল হোসাইন এই মামলার প্রধান আসামি মুকুল ঠাকুরের জামাতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল হোসাইন অনেক তথ্য দিয়েছেন।

এইচআ/ 

মানব পাচারকারী ছাত্রলীগ

খবরটি শেয়ার করুন