শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

আইএমএফের পর্ষদ বৈঠক ২৩শে জুন, অনুমোদন হতে পারে দুই কিস্তির অর্থ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৩শে জুন। ওই বৈঠকে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রতিবেদন উত্থাপন করা হবে। অনুমোদন মিললে বাংলাদেশ একসঙ্গে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাবে, যার পরিমাণ প্রায় ১৩০ কোটি আমেরিকান ডলার।

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এ দুই কিস্তির অর্থ ছাড় নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। মূল বাধা ছিল, মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা। আইএমএফ তা জোরালোভাবে দাবি করলেও সরকার শুরুতে গড়িমসি করে।

এপ্রিলে ঢাকায় সফর করে আইএমএফের মিশন দল বিষয়টি যাচাই করে। এরপর ওয়াশিংটনে ২১-২৬শে এপ্রিল বসন্তকালীন বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। কিন্তু চূড়ান্ত সমঝোতা আসে গত ১২ই মে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে।

এরপর ১৪ই মে আইএমএফ জানায়, বাংলাদেশ বাজারভিত্তিক বিনিময় হার চালু করেছে এবং জুন মাসেই অর্থ ছাড়ের বিষয়টি নির্বাহী পর্ষদের বিবেচনায় আসবে।

এইচ.এস/

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250