ছবি : সংগৃহীত
সাধারণত স্মার্টফোন চলে ব্যাটারিতে। এই ব্যাটারি নিয়মিত চার্জ দিতে হয়। প্রায় প্রতিদিনই ফোন চার্জ করতে হয়। অনেকের মনেই প্রশ্ন একটি ফোন চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়। জানুন বিস্তারিত-
স্মার্টফোন চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, সেটিতে লেখা হয়েছে, কতটা কী খরচ হয় মোবাইল চার্জ দিতে। সেখানে একটি ফোনের পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি ধরে খরচের হিসাব করা হয়েছে। ধরে নেওয়া যাক, আপনার ফোনের ব্যাটারিতে প্রতিদিন ০ শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ করেন এক বার।
আরো পড়ুন : ফেসবুকে আসছে অর্থ উপার্জনের নতুন মনিটাইজেশন প্রোগ্রাম
সেক্ষেত্রে মাসে আপনাকে ৩০ বার চার্জ দিতে হয়। অর্থাৎ পাঁচ হাজার এমএএইচ ব্যাটারির ৩০ বার চার্জ করতে খরচ হয় মোট ১ লক্ষ ৫০ হাজার এমএএইচ অর্থাৎ ১৫০ অ্যাম্পিয়র আওয়ার।
সাধারণত মোবাইল ফোন ৫ ভোল্টের চার্জারে চার্জ হয়। তা হলে বিদ্যুতের খরচ কত হয়? অর্থাৎ ১৫০*৫ ওয়াট প্রতি ঘণ্টা। বা ৭৫০ ওয়াট প্রতি ঘণ্টা বা ০.৭৫ কিলোওয়াট প্রতি ঘণ্টা বা ০.৭৫ ইউনিট।
প্রতি ইউনিটের খরচ সাত টাকা থেকে আট টাকা পর্যন্ত, অর্থাৎ ৫.৬৮ টাকার কিছু বেশি। অর্থাৎ সারা মাসে আপনার মোবাইল চার্জ দিতে খরচ হয় সামান্যই। তাই এই নিয়ে মাথা না ঘামানোই ভালো।
এস/কেবি