শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিকেও আটক করল ইসরায়েল *** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা

৩রা মে ই-ক্যাবের নির্বাচন, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ৩রা মে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-’২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সরাসরি ভোটের মাধ্যমে দেশের ই-কমার্স খাতের এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে কার্যনির্বাহী পরিষদের ১১ পদে। ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী নির্বাচন আয়োজনের লক্ষ্যে রোববার (৯ই ফেব্রুয়ারি) তফসিল ঘোষণা করেছেন। 

তফসিল ঘোষণার বিষয়ে মুহাম্মদ সাঈদ আলী সোমবার (১০ই ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি। আর এটা হবেই। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে। সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সহযোগিতা করবে। আশা করছি, ভালো কিছু হবে।’

নির্বাচনের তফসিলের তথ্যমতে, সদস্যপদ নবায়ন ও প্রাথমিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে বিভিন্ন যাচাই-বাছাই শেষে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শুরু হবে ১৫ই মার্চ থেকে। বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে ৯ই এপ্রিল

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৩ই আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে অভিনেত্রী শমী কায়সার পদত্যাগ করেন। এরপর পদত্যাগ করেন কার্যনির্বাহী পর্ষদের সব সদস্য। ফলে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য গত ১১ই সেপ্টেম্বর ই-ক্যাবে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

সে সময় বলা হয়েছিল, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। তবে ১২০ দিন পার হয়ে গেলেও ই-ক্যাব নির্বাচন হয়নি।

হা.শা./কেবি

ই-কমার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250