শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

মার্চে চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া এয়ারলাইন্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

নতুন বছরে চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স । আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে বিলাসবহুল এই বিমান সংস্থার ফ্লাইট চালু হবে। 

প্রাথমিকভাবে সংস্থাটি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে; পরে ফ্লাইটসংখ্যা বাড়বে। 

এতদিন এই রুটে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করত চট্টগ্রাম-মদিনা রুটে।  সৌদিয়া এয়ার লাইন্সের তথ্যমতে, সবগুলো ফ্লাইট চলবে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, 'আগামী মার্চে  সৌদিয়া এয়ারলাইন্সের  ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সৌদির একটি টিম চট্টগ্রাম বিমানবন্দর ঘুরে গেছে। সব ঠিক থাকলে আগামী মার্চে ফ্লাইট শুরু হবে।'  ফ্লাইট চালু হলে এই অঞ্চলের যাত্রীরা খুব সহজেই চট্টগ্রাম থেকে সৌদি আরব যেতে পারবেন বলে জানান তিনি। 

আরো পড়ুন: ‘রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না’

চট্টগ্রামভিত্তিক ট্রাভেল এজেন্ট এম এইচ হজ গ্রুপের স্বত্বাধিকারী মঈনুদ্দিন হাসান বলেন, 'চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের যেকোনো রুটে ফ্লাইট পরিচালনা ব্যবসা সফল হবে নিশ্চিত বলা যায়। সৌদিয়া এয়ারলাইনসও ব্যতিক্রম হবে না। এই রুটে প্রচুর যাত্রীর চাপ আছে, যার সুফল বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারও নিচ্ছে।' 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) চট্টগ্রামের চেয়ারপারসন শাহ আলম বলেন, চট্টগ্রাম থেকেএই ফ্লাইট পরিচালনার দুটি সুফল পাবেন যাত্রীরা। একটি হচ্ছে, বিলাসবহুল বিমান সংস্থায় চড়ে হজের সুযোগ। দ্বিতীয়টি হচ্ছে, ইউরোপ-আমেরিকার অনেক যাত্রী চট্টগ্রাম থেকে যায়। যাত্রাবিরতিতে সৌদি আরবে ওমরাহ করেই তারা গন্তব্যে যেতে পারবেন।

এইচআ/ আই.কে.জে

চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট সৌদিয়া এয়ারলাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250