রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

অজানা লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হোন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আমাদের দৈনন্দিন জীবন ইন্টারনেট ছাড়া অনেকটাই অচল। কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে কিছু বিজ্ঞাপন সামনে আসে। ভুল করে কিংবা ইচ্ছা করেই সেগুলোতে ক্লিক করে বসেন অনেকেই। ফলে ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে নিমিষেই। তাই অজানা লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হোন!

অজানা লিঙ্কে ক্লিক করার প্রধান বিপদসমূহ কী কী জেনে রাখুন-

ম্যালওয়্যার এবং ভাইরাস সংক্রমণ

সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার, স্পাইওয়্যার বা ভাইরাস ঢুকে পড়তে পারে। এগুলো আপনার ফাইল নষ্ট করতে পারে বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

ফিশিং আক্রমণ

অনেক ক্ষেত্রে লিঙ্কটি এমন একটি ওয়েবসাইটে নিয়ে যায় যা দেখতে আসল ওয়েবসাইটের মতো। এখানে ব্যবহারকারী নাম, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য দিলে তা হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

ব্যক্তিগত তথ্য চুরি

কিছু লিঙ্ক এমন স্ক্রিপ্ট চালায় যা আপনার ডিভাইস থেকে আপনার লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

আর্থিক প্রতারণা

অনেক সময় এসব লিঙ্কের মাধ্যমে মিথ্যা লটারি বা অফারের কথা বলে টাকা হাতিয়ে নেওয়া হয়। আপনি যদি কোনো ব্যক্তিগত আর্থিক তথ্য দেন, তবে তা চুরির ঝুঁকিতে পড়ে।

ডিভাইস লক হওয়া বা ফাইল এনক্রিপ্ট করা

র‍্যানসমওয়্যার আক্রমণের মাধ্যমে আপনার ডিভাইস লক হয়ে যেতে পারে বা গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করা হতে পারে।

যেভাবে নিরাপদ থাকবেন-

আরো পড়ুন : গত বছরের মতো এবারও একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ!

সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন

অচেনা ইমেইল, মেসেজ, বা সোশ্যাল মিডিয়া পোস্টে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। বিশেষ করে যদি এটি অতিরিক্ত লোভনীয় কিছু অফার করে।

ইউআরএল যাচাই করুন

লিঙ্কে ক্লিক করার আগে এটি যাচাই করুন। যদি এটি ছোট করা ইউআরএল হয়, তবে এটি প্রসারিত করে দেখুন।

অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করুন

আপনার ডিভাইসে ভালো মানের অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করুন যা সন্দেহজনক লিঙ্ক বা সফটওয়্যার ব্লক করতে পারে।

ই-মেইল বা মেসেজ যাচাই করুন

কোনো অচেনা ইমেইল বা মেসেজ পেলে তার প্রেরক যাচাই করুন। বিশেষ করে যদি প্রেরকের নাম পরিচিত হলেও তার ইমেইল ঠিকানা সন্দেহজনক হয়।

HTTPS চেক করুন

যেসব ওয়েবসাইটের ঠিকানার শুরুতে https:// নেই, সেগুলোতে তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য রক্ষা করুন

বিভিন্ন ওয়েবসাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এস/কেবি

লিঙ্ক ক্লিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250