শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে কি প্রেমের সম্পর্কে যাওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্ধুদের আড্ডায় আপনি আবিষ্কার করলেন, সবাইকে বাদ দিয়ে বিশেষ একজনের প্রতি আপনার রাজ্যের মনোযোগ। তার সাধারণ কোনো টেক্সটের কোনো অন্তর্নিহিত ব্যাখ্যা আছে কি না তা আপনাকে সারাদিন ভাবাচ্ছে, প্রাত্যহিক যেকোনো আলাপে বারবার তার প্রসঙ্গ টেনে আনছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি এই ভালোলাগার ব্যাপারে কিছু করা উচিত? অনুভূতিগুলো দমিয়ে ফেলা উচিত? নাকি সাহস করে বন্ধুত্ব থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার পথে অগ্রসর হওয়া উচিত?

আগে আমাদের বুঝতে হবে কারো সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে যাওয়ার ব্যাপারটা স্বাভাবিক এবং বন্ধুদের দুজন দুজনের সঙ্গী হওয়ার সম্ভাবনা আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ। পপ কালচারের অসংখ্য উদাহরণ এই প্রসঙ্গে উঠে আসতে পারে যেমন - হোয়েন হ্যারি মেট স্যালি, ফ্রেন্ডস, অলওয়েজ বি মাই মেবি, হ্যারি পটার ইত্যাদি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধুত্ব থেকে প্রেম বিষয়টির নিয়মিত আনাগোনা ও প্রাসঙ্গিকতা দেখা যায়।

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, বেশিরভাগ মানুষ কোনো একজনের সঙ্গে যত পরিচিত হয়, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি তত বেশি আকর্ষণ বাড়ে। এর পেছনে সম্ভাব্য কারণ এটা হতে পারে যে তাদের মধ্যে পরিচিতি ও বন্ধন যত সুগভীর হতে থাকে, অভিজ্ঞতা ও বিভিন্ন পারস্পরিক বিষয়ে সামঞ্জস্যতা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের একটা শক্ত ভিত্তিও তৈরি হতে শুরু করে। এই ধরনের মানুষ বন্ধুর মতো সম্পর্কের বাইরে অন্য কাউকে ভালোবাসার মানুষ হিসেবে ভাবতে পারে না।

প্রসঙ্গত নিজের সুন্দর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে স্নাতক শিক্ষার্থী পারিশা জানালেন, 'আমার মনে হয় না যে ধরাবাধা ধারণা থাকা উচিত যে বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে গেলে ভালো কিছু হবে না। আমার মতে প্রেমের সম্পর্কের শুরুতে ভালো বন্ধু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। ফলে আমার জন্য অনেক কিছু সহজ হয়েছে। আমি যেমন, আমার সঙ্গীর সঙ্গে যেন ঠিক তেমন সাবলীল থাকতে পারি এবং সময়টা যেন আনন্দে কাটে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে।'

আরো পড়ুন : সত্যিই কি সমবয়সীদের প্রেম বেশিদিন টিকে, যা বলছে গবেষণা

এতে কিছুটা আন্দাজ পাওয়া যায় যে হাল আমলের ডেটিং অ্যাপগুলোতে কেন অনেকেই মনের মত কাউকে খুঁজে পান না। যদিও বন্ধুকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানানো অবশ্যই টিন্ডারে কারও সঙ্গে ম্যাচ হওয়ার চেয়ে বেশি ভীতিকর! তবে অন্য কারো চেয়ে বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসার খোঁজ মেলার সম্ভাবনাও বেশি। সুতরাং কোন পথটা আসলে বেছে নেওয়া উচিত, এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা মোটেই সহজ নয়।

বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ানোর কিছু বড় অসুবিধাও আছে। যেমন দুজনের মধ্যে যেকোনো একজন যদি শুধু প্রেমের বিষয়টা অনুভব করে তখন সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আরও নানা অসুবিধা থাকে।  

আপনি ও আপনার বন্ধু হয়তো বন্ধুত্ব থেকে ভালোবাসার দিকে এগিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত এবং হয়তো আপনারা এই অগ্রযাত্রা থেকে সুন্দর একটা ফলাফলেরই প্রত্যাশা করছেন। কিন্তু পরে হয়তো আবিষ্কার করতে পারেন, আপনি বন্ধু হিসেবে যতটা ভালো, প্রেমিক-প্রেমিকা বা ভালোবাসার মানুষ হিসেবে ততটা নন।

এমন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুবর্ণা। যিনি তার আশপাশে এমন অনেক ঘটনা দেখেছেন।

তিনি বলেন, 'বন্ধুত্ব এবং সামঞ্জস্যতা দুটি ভিন্ন বিষয়। যদি দুজন মানুষ অনেক ভালো বন্ধুও হয় তার মানে এই না যে তাদের প্রেমের সম্পর্কে অনেক ভালো বোঝাপড়া থাকবে। এসব ক্ষেত্রে ফলপ্রসূতা না থাকলে অযথা প্রেমের সম্পর্কে গিয়ে নিজেদের সুন্দর বন্ধুত্ব নষ্ট করার তো দরকার নেই।'

যদি বিচ্ছেদ ঘটে তখন কী হবে- এই প্রশ্নও এসে যায় এখানে। আর এটা সবাই বোঝে যে, অবশ্যই ফলাফল খুব মধুর কিছু হবে না।

যে কোনো সম্পর্কের রসায়নই বেশ কঠিন একটা বিষয়। আর তা যদি হয় বন্ধুত্ব ও সেখান থেকে হওয়া প্রেমের সম্পর্ক তাহলে বিষয়টি বেশ জটিল হতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে গেলে সেটা হয়তো একটা দীর্ঘস্থায়ী ভালোবাসার সম্পর্কের জন্ম দিতে পারে, কিন্তু অন্যদিকে এর ফলে বন্ধুত্বের প্রগাঢ়তা কমে গিয়ে ধীরে ধীরে তৈরি হতে পারে দূরত্ব। বন্ধুত্ব ছাড়াও আপনার সঙ্গীর প্রতি ভালোবাসার গভীরতা কতটুকু, সেটার উত্তর জানার মধ্যেই হয়তো এই যাত্রায় পা দেওয়া উচিত কি না তার ইঙ্গিত লুকিয়ে আছে।

এস/ আই.কে.জে


প্রেম বন্ধুত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন