প্রতীকী ছবি (সংগৃহীত)
প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। কয়েকদিন ধরে চলা দাবদাহে পুড়ছে দেশ। গরমে খেটে খাওয়া মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। তীব্র গরমে রাত ও দিনে ঘাম ঝরে বাড়াচ্ছে অস্বস্তি। এমন অবস্থা থেকে স্বস্তি পেতে মানুষ আশায় থাকলেও আবহাওয়া অফিস বলছে সহসাই এই অবস্থার পরিবর্তন হচ্ছে না। এমন গরম আরও কয়েকদিন সহ্য করতে হবে। তবে আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বুধবার (১৭ই এপ্রিল) সকালে সংস্থাটির পক্ষ থেকে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বুধ ও বৃহস্পতিবার ঝড়ো হাওয়া হতে পারে। এদিন শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে শিলাবৃষ্টির আভাস
আগামীকাল বৃহস্পতিবারও বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী শুক্রবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসকে/
খবরটি শেয়ার করুন