শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পটল চাষ করে স্বাবলম্বী যশোরের রায়হান উদ্দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন রায়হান উদ্দিন (৬০) নামে এক কৃষক। দীর্ঘদিন ধরে পটল চাষ করে অভাবের সংসারে স্বচ্ছলতা এনেছেন তিনি। কয়েক বছর আগেও তাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। পটল চাষ করে তিনি ঘুরিয়েছেন ভাগ্যের চাকা।

রায়হান উদ্দিন উপজেলার শার্শা ইউনিয়নের বেড়ী গ্রামের তোফাজ্জেল খন্দকারের ছেলে। 

জানা যায়, কৃষক রায়হান ৩৩ শতক জমিতে মাচায় বোম্বাই জাতের পটলের চাষ করেছেন। সারিতে সারিতে রোপণ করা পটল গাছের একদিকে থোকায় থোকায় ফুটেছে ফুল; অন্যদিকে দেখা মিলছে ছোট-বড় পটল। তার ক্ষেত থেকে পটল উত্তোলন করা যাবে এখনো ২-৩ মাস। অন্য ফসল থেকে পটলে বেশি লাভ হওয়ায় ভবিষ্যতে আরও জমিতে চাষ করবেন তিনি।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর শার্শা উপজেলায় ৩৪৫ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। ফলন ও লাভ ভালো হওয়ায় এ উপজেলার কৃষকেরা পটল চাষে আগ্রহী হচ্ছেন।

পটল চাষি রায়হান উদ্দিন জানান, এবার ১ বিঘা জমিতে পটল চাষ করেছেন। এই জমিতে পটল চাষ করে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে এ পর্যন্ত তিনি ৭০ হাজার টাকার পটল বিক্রি করেছেন। তার ক্ষেত থেকে সপ্তাহে দুবারে প্রায় ১৫-২০ মণ পটল তোলেন।

আরো পড়ুন: জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’

এসি/ আই.কে.জে/

পটোল চাষ

খবরটি শেয়ার করুন